| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল মূল্যবৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ করে তুলেছে : ইউনুছ আহমাদ


মূল্যবৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ করে তুলেছে : ইউনুছ আহমাদ


রহমত নিউজ ডেস্ক     27 May, 2023     09:54 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নিত্যপণ্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ করে তুলেছে। দ্রব্যমূল্যের অসহনীয় উচ্চমূল্যে সাধারণ জনগণের বেঁচে থাকা এখন দায় হয়ে পড়েছে। একদিকে এলসির অভাবে প্রয়োজনীয় পণ্য আমদানি ব্যাহত হচ্ছে, অন্যদিকে দলীয় সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ঘন ঘন বিদ্যুৎ ও গ্যাস বিভ্রাট চরম আকার ধারণ করেছে।

আজ (২৭ মে) শনিবার রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ্ব হারুন অর রশিদ, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, জিএম রুহুল আমীন, অধ্যাপক নাসির উদ্দিন খান, মাওলানা নূরুল ইসলাম আল আমিন, বরকত উল্লাহ লতিফ প্রমুখ।